হোম > সারা দেশ > দিনাজপুর

ব্যাপক আমদানি সত্ত্বেও হাকিমপুর-হিলিতে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম বাড়ছে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

ব্যাপক আমদানি সত্ত্বেও দিনাজপুরের হাকিমপুর-হিলিতে খুচরা বাজারে পেঁয়াজ ও কাঁচা মরিচের দামবৃদ্ধি পেয়েছে কেজিতে ২০ টাকা। কারণ হিসেবে দুর্গাপূঁজার জন্য টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার কথা বলছেন ব্যবসায়ীরা। তবে মাত্র তিনদিনের ব্যবধানে এমন দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা।

খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, গত কয়েকদিনে আমদানি বাড়লেও আড়তে তেমন কমেনি কাঁচা মরিচের দাম। টানা ৬ দিন বন্দর বন্ধ থাকবে জন্য এসব কাঁচামাল গুদামজাত করে দামবৃদ্ধি করছেন আড়তদাররা।

আজ বুধবার (৯ অক্টোবর) বিকেলে হাকিমপুর-হিলি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত তিনদিন আগেও এই বাজারে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হয়েছিল ৭০ টাকা কেজি। আজ বুধবার তা বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে।

এদিকে, কয়েকদিন ধরে এ বন্দরে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে কাঁচামরিচের আমদানি। গতকাল মঙ্গলবার একদিনে এ বন্দরে ভারতীয় ৪৯টি ট্রাকে ৪৪০ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়। দুই সপ্তাহ আগে পাইকারি বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছিল ২২০ টাকা কেজি। খুচরা বাজারে তা বিক্রি হয়েছিল ২৪০ টাকা কেজি। আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমে আজ তা পাইকারি হচ্ছে ২০০ টাকা কেজি। খুচরা বিক্রি হচ্ছে তা ২২০ টাকা কেজি। তবে বন্দর বন্ধ হওয়ায় মরিচের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান বলেন, ‘গত তিনদিন আগেও পেঁয়াজ কিনেছিলাম ৭০ টাকা কেজি। আজ দেখি ৯০ টাকা কেজি। আবার ভারত থেকে নাকি কয়েকদিন পেঁয়াজ আসবে না। তাহলে তো আরও দাম বাড়বে। এভাবে চললে আমরা চলব কি করে?’

কাঁচামরিচ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, ‘আমরা হিলি স্থলবন্দরে বসবাস করি। শুনছি এবং দেখছি, এই বন্দরে প্রচুর কাঁচামরিচ আমদানি হচ্ছে। সেই হিসেবে তো ১০০ টাকার নিচে দাম হওয়া দরকার। অথচ এখনো আমাদের ২০০ টাকা কেজির ওপরে কাঁচামরিচ কিনে খেতে হচ্ছে।’

হিলি বাজারে খুচরা ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, ‘বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি। কাঁচামরিচের দাম একটু কম। তবে পুজার জন্য পোর্ট বন্ধ। বাজারে বড় বড় ব্যবসায়ীরা বস্তা বস্তা কাঁচামরিচ আর পেঁয়াজ মজুত করছে, দাম বেশি পাবার আশায়।’

হিলিবন্দরের পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানিকারক বাবুল হোসেন বিকেলে মোবাইলে আজকের পত্রিকাকে বলেন, ‘পেঁয়াজে তেমন পরতা নেই। ভারত থেকে আনতেই ৮৫ টাকা পরতা পড়ছে, লোকসান হচ্ছে। তাই কয়েকদিন থেকে পেঁয়াজ আমদানি করছি না। তবে কাঁচামরিচ আমদানি করছি। বর্তমান কাঁচামরিচ আমদানি অনেক বেশি হচ্ছে। গতকাল ৪৯ গাড়ি কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দরে।’

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু