হোম > সারা দেশ > রংপুর

জেলেপল্লিতে আগুনের ঘটনায় গ্রেপ্তার আরও ৩

রংপুর প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর জেলেপল্লিতে অগ্নিসংযোগের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের একজনের কাছ থেকে হিন্দুবাড়ি থেকে লুট হওয়া মাছ ধরার একটি জাল উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বড় করিমপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রাজিন ওরফে পলাশ (৩৫), ধুলগাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে শাফিকুল ইসলাম (২৬), মাদারপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আশিকুর রহমান (২৪)। 

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে এই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ১৭ অক্টোবর রাতে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর মাঝিপাড়া হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে উত্তেজিত জনতা হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় চারটি মামলা হয়েছে। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি এবং হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় একটি মামলা রয়েছে। নতুন তিনজনসহ এখন পর্যন্ত ৬৯ জন গ্রেপ্তার করেছে পুলিশ। 

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা