হোম > সারা দেশ > রংপুর

জেলেপল্লিতে আগুনের ঘটনায় গ্রেপ্তার আরও ৩

রংপুর প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর জেলেপল্লিতে অগ্নিসংযোগের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের একজনের কাছ থেকে হিন্দুবাড়ি থেকে লুট হওয়া মাছ ধরার একটি জাল উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বড় করিমপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রাজিন ওরফে পলাশ (৩৫), ধুলগাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে শাফিকুল ইসলাম (২৬), মাদারপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আশিকুর রহমান (২৪)। 

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে এই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ১৭ অক্টোবর রাতে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর মাঝিপাড়া হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে উত্তেজিত জনতা হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় চারটি মামলা হয়েছে। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি এবং হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় একটি মামলা রয়েছে। নতুন তিনজনসহ এখন পর্যন্ত ৬৯ জন গ্রেপ্তার করেছে পুলিশ। 

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার