হোম > সারা দেশ > রংপুর

রংপুরের গ্রাম থেকে শহরে বৃষ্টিতে ভিজে ছাত্র-জনতার উল্লাস, আনন্দ মিছিল

রংপুর প্রতিনিধি

ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের খবরে বিজয়োল্লাস ছড়িয়ে পড়েছে রংপুরে। আজ সোমবার বিকেল ৩টা থেকে আনন্দ উল্লাস গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন এলাকা থেকে ট্রাক, পিকআপ ও ইজিবাইকে করে নগরীতে মিছিল নিয়ে প্রবেশ করে ছাত্রজনতা। 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, আজ সেনাপ্রধানের ব্রিফিংয়ের আগেই নগরীর রাস্তায় মিছিল বের করে রংপুরের সাধারণ মানুষ। স্লোগানে স্লোগানে পরিণত হয় মিছিলের নগরীতে। সেখানে জড়ো হওয়া মানুষ ‘জিতল রে জিতল’, ‘ছাত্র সমাজ জিতল’,–সহ নানা স্লোগান দিতে থাকেন। এ সময় জাতীয় পতাকা উড়িয়ে বৃষ্টিতে ভিজে নাচতে দেখা যায় তাঁদের। 

বিকেলে বিজয় মিছিল নিয়ে বের হন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় তাঁকে পেয়ে উল্লাসের মাত্রা আরও বেড়ে যায়। ছাত্র-জনতার উদ্দেশ্যে স্যালুট জানান তিনি। বিকেল ৫টায় আনন্দ মিছিল নিয়ে জড়ো হওয়া ছত্র-জনতা পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ চত্বরে জড়ো হওয়ার জন্য ছোটেন। 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাক ও বিভিন্ন পরিবহনে গ্রাম থেকে শহরে আসতে শুরু করেছে হাজার হাজার মানুষ। এ সময় তাঁদের মিষ্টি বিতরণ করতেও দেখা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীতে আনন্দ উল্লাস চলছে। 

এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান বলেন, ‘এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।’

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ