হোম > সারা দেশ > রংপুর

রংপুরের গ্রাম থেকে শহরে বৃষ্টিতে ভিজে ছাত্র-জনতার উল্লাস, আনন্দ মিছিল

রংপুর প্রতিনিধি

ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের খবরে বিজয়োল্লাস ছড়িয়ে পড়েছে রংপুরে। আজ সোমবার বিকেল ৩টা থেকে আনন্দ উল্লাস গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন এলাকা থেকে ট্রাক, পিকআপ ও ইজিবাইকে করে নগরীতে মিছিল নিয়ে প্রবেশ করে ছাত্রজনতা। 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, আজ সেনাপ্রধানের ব্রিফিংয়ের আগেই নগরীর রাস্তায় মিছিল বের করে রংপুরের সাধারণ মানুষ। স্লোগানে স্লোগানে পরিণত হয় মিছিলের নগরীতে। সেখানে জড়ো হওয়া মানুষ ‘জিতল রে জিতল’, ‘ছাত্র সমাজ জিতল’,–সহ নানা স্লোগান দিতে থাকেন। এ সময় জাতীয় পতাকা উড়িয়ে বৃষ্টিতে ভিজে নাচতে দেখা যায় তাঁদের। 

বিকেলে বিজয় মিছিল নিয়ে বের হন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় তাঁকে পেয়ে উল্লাসের মাত্রা আরও বেড়ে যায়। ছাত্র-জনতার উদ্দেশ্যে স্যালুট জানান তিনি। বিকেল ৫টায় আনন্দ মিছিল নিয়ে জড়ো হওয়া ছত্র-জনতা পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ চত্বরে জড়ো হওয়ার জন্য ছোটেন। 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাক ও বিভিন্ন পরিবহনে গ্রাম থেকে শহরে আসতে শুরু করেছে হাজার হাজার মানুষ। এ সময় তাঁদের মিষ্টি বিতরণ করতেও দেখা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীতে আনন্দ উল্লাস চলছে। 

এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান বলেন, ‘এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।’

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার