হোম > সারা দেশ > নীলফামারী

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে সফিয়ার ইসলাম নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আকতার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গয়াবাড়ি ইউনিয়নের মতিরবাজার খুটারপুল এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু তুলে ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সফিয়ার নামের এক বালু ব্যবসায়ীকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। 

সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আকতার বলেন, অবৈধভাবে বালু তোলার খবর পেয়ে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-আলম সিদ্দিকী বলেন, পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনকারী ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ