হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি দুলাল আটক 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। 

মোফাজ্জল হোসেন দুলালের স্ত্রী রিনা ইয়াসমিন বলেন, ঢাকায় দলের মহাসমাবেশে অংশ নিয়ে আজ সকালে বাসায় আসেন। এরপর পার্টি অফিসের উদ্দেশে বের হয়ে যান। এ সময় তাঁকে মোটরসাইকেলে দলীয় কার্যালয়ে নিয়ে আসেন রিয়াজুল নামের দলের এক কর্মী। পরে রিয়াজুলের কাছে তাঁকে আটক করার বিষয়টি জানতে পারেন। 

জেলা বিএনপির সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ সুমন জানান, সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে আসেন দুলাল। অল্পসংখ্যক নেতা-কর্মী ছিলেন সে সময়। তাঁদের সঙ্গে কথা বলার পর তিনি অফিস থেকে বের হয়ে যান। পরে তাঁকে আটকের বিষয়টি তিনি জানতে পারেন। 

বিএনপির কর্মী রিয়াজুল জানান, বাসা থেকে বড় মাঠের রাস্তা ধরে পার্টি অফিসে যাচ্ছিলেন দুলাল। কালেক্টরেট স্কুলের সামনে দুলালকে ১০-১২ জন পুলিশ সদস্যের সঙ্গে আলাপ করতে দেখা যায়। এ সময় রিয়াজুলকে চলে যেতে বলে দুলালকে নিয়ে যায় পুলিশ। 

পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, দুলালকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ