দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
মোফাজ্জল হোসেন দুলালের স্ত্রী রিনা ইয়াসমিন বলেন, ঢাকায় দলের মহাসমাবেশে অংশ নিয়ে আজ সকালে বাসায় আসেন। এরপর পার্টি অফিসের উদ্দেশে বের হয়ে যান। এ সময় তাঁকে মোটরসাইকেলে দলীয় কার্যালয়ে নিয়ে আসেন রিয়াজুল নামের দলের এক কর্মী। পরে রিয়াজুলের কাছে তাঁকে আটক করার বিষয়টি জানতে পারেন।
জেলা বিএনপির সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ সুমন জানান, সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে আসেন দুলাল। অল্পসংখ্যক নেতা-কর্মী ছিলেন সে সময়। তাঁদের সঙ্গে কথা বলার পর তিনি অফিস থেকে বের হয়ে যান। পরে তাঁকে আটকের বিষয়টি তিনি জানতে পারেন।
বিএনপির কর্মী রিয়াজুল জানান, বাসা থেকে বড় মাঠের রাস্তা ধরে পার্টি অফিসে যাচ্ছিলেন দুলাল। কালেক্টরেট স্কুলের সামনে দুলালকে ১০-১২ জন পুলিশ সদস্যের সঙ্গে আলাপ করতে দেখা যায়। এ সময় রিয়াজুলকে চলে যেতে বলে দুলালকে নিয়ে যায় পুলিশ।
পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, দুলালকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।