হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রাম মহিলা আ.লীগের নেত্রী নাজমীন কারাগারে

কুড়িগ্রাম প্রতিনিধি

নাজমীন সুলতানা। ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজমীন সুলতানাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (সদর আমলি) রাকিবুল হাসান কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের নির্দেশে সাবেক এমপিকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার রাতে কুড়িগ্রাম পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে নাজমীন সুলতানাকে আটক করে পুলিশ। আজ সকালে তাঁকে আদালতের হাজতখানায় নেওয়া হয়, কিন্তু এক আইনজীবীর মৃত্যুর কারণে এদিন আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকে। ফলে সাবেক এই নারী এমপিকে প্রায় দিনভর আদালতের হাজতখানায় থাকতে হয়েছে।

এ সময় হাজতখানায় তাঁকে অনেকটা বিমর্ষ দেখা গেছে। ভেতরে তিনি বারবার পায়চারি করছিলেন। পরে বিকেল ৩টার পরে তাঁকে আদালতে নেওয়া হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আহমেদ নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৬ এর সংসদ সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি জেলা মহিলা আওয়ামী লীগের দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন চিনুর স্ত্রী।

এ ছাড়া নবম জাতীয় সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি। এমপি থাকাকালে বিভিন্ন সরকারি বরাদ্দ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কুড়িগ্রাম জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ ও সদস্য আবু তাহের সদর থানায় পৃথক দুটি মামলা করেন। ওই দুটি মামলায় সাবেক এমপি আহমেদ নাজমীন সুলতানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ (রোববার) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু