হোম > সারা দেশ > গাইবান্ধা

সাদুল্লাপুরে দাফনের আড়াই মাস কিশোরের মরদেহ উত্তোলন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দাফনের আড়াই মাস পর রাশেদ শেখ (১৬) নামের এক কিশোরের মরদেহ উত্তোলন করেছে প্রশাসন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখারুল রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আজ রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফ পাহাড়ি গ্রামের পারিবারিক কবর থেকে রাশেদ শেখের মরদেহ উত্তোলন করা হয়। রাশেদ শেখ ওই গ্রামের আনোয়ারুল শেখের ছেলে।

স্বজনদের অভিযোগ, ওই গ্রামের হজরত আলীর ছেলে সাজ্জাদ হোসেন (২২) ও রাশেদ শেখ দুজন মিলে একটি মোবাইল ফোন ক্রয় করে। এরপর একই মেয়ের সঙ্গে দুজনের প্রেম-ভালোবাসার সৃষ্টি হয়। এরই জেরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে গত ৫ জুলাই রাত ৯টার দিকে রাশেদকে ডেকে নেয় সাজ্জাদ। এরপর কিলঘুষি ও শ্বাসরোধ করে রাশেদকে হত্যা করে। হত্যার বিষয়টি গোপন রেখে রাশেদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তাকে দাফন করা হয়। এতে নিহতের স্বজনদের সন্দেহ হলে আদালতে একটি হত্যা মামলা করেন। পরে আদালতের নির্দেশে রাশেদের মরদেহ করব থেকে উত্তোলন করে প্রশাসন।

মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ পবিত্র কুমার বলেন, ওই কিশোরের মৃত্যু নিয়ে সন্দেহ হলে তার বড় ভাই তুহিন শেখ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে ও আদালতের নির্দেশে রোববার দুপুরে রাশেদ শেখের মরদেহ কবর থেকে উত্তোলন করে ফরেনসিক রিপোর্টের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ