হোম > সারা দেশ > কুড়িগ্রাম

হাসপাতালের কমোড থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডের ওয়াশ রুমের কমোড থেকে একটি অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের ওয়াশ রুমের কমোড থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকালে হাসপাতালের ক্লিনার মহিলা মেডিসিন ওয়ার্ডের ওয়াশ রুমের কমোড পরিষ্কার করতে যান। সেখানে কমোডে একটি নবজাতকের মরদেহ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেন তিনি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নবজাতকের পরিচয় পাওয়া যায়নি। 

তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ বলেন, ‘নবজাতকটি সদ্য প্রসূত ও বেওয়ারিশ। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় শিশুটিকে ফেলে যেতে পারে। তবে শিশুটি হাসপাতালে ডেলিভারি হয়নি বলে আমরা গাইনি ও প্রসূতি ওয়ার্ড সূত্রে নিশ্চিত হয়েছি।’ 

বাইরে থেকে কেউ নবজাতকটি এনে হাসপাতালের ওয়াশ রুমে ফেলে গেছে জানিয়ে তত্ত্বাবধায়ক বলেন, ‘আমরা পুলিশকে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। তারা বিষয়টি তদন্ত করবেন।’ 

ঘটনা তদন্তে হাসপাতালে উপস্থিত সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদ বলেন, ‘নবজাতকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত করছি।’ 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ