হোম > সারা দেশ > রংপুর

মোটরসাইকেল দুর্ঘটনায় বড়পুকুরিয়া কয়লাখনির ডিজিএম নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ইলেকট্রো মেকানিক্যাল প্রকৌশল) জোবায়ের আলী (৫৬) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ফুলবাড়ী-রংপুর সড়কের নাগেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাটে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মাসুদুর রহমান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিজিএম জোবায়ের হোসেন রংপুরের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কয়লাখনিতে আসছিলেন। সকাল সাড়ে ৮টায় রংপুর-ফুলবাড়ী সড়কের বদরগঞ্জ উপজেলার নাগেরহাট নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই জোবায়ের হোসেনের মৃত্যু হয়। লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে ডিজিএম জোবায়ের হোসেনের মৃত্যুতে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম সরকার ও অফিসার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড