হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রামে ছাত্রলীগ-মৎস্যজীবী লীগের ৩ নেতা গ্রেপ্তার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে গিয়ে মারধরের ঘটনায় ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য জুলফিকার আলী জয় (২৯), উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব (৩৫) ও থেতরাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক (২৯)।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ ও মসজিদুল হুদার সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের তুলে নিয়ে যান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর লাঠি, রড, হকিস্টিক, রামদা, ছোরা ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারধর করেন তাঁরা।

এ ঘটনায় মোসাব্বির হোসেন নামের এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় আজ সকালে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পীরগাছায় দিনের বেলায় কেটে রাখা জমির ধান লুটের অভিযোগ

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড