গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাট বাজারে বিএনপি নেতা-কর্মীরা হরতালে সমর্থনের মশাল মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল আলম শাহ্ আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিনটি টিয়ার শেল নিক্ষেপ করেছে। এ সময় শফিকুল নামে বিএনপির কর্মীকে আটক করেছে। ঘটনার পর এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সজাগ আছে।’
জানা গেছে, জেলার পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ উপজেলাসহ বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে মশাল মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা।