হোম > সারা দেশ > দিনাজপুর

অর্ধশতাধিক শ্রমিকের করোনা, ফের বন্ধ বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদন

দিনাজপুর প্রতিনিধি

প্রায় তিন মাস পর পরীক্ষামূলক উত্তোলন শুরুর তিন দিনের মাথায় করোনার সংক্রমণে ফের উৎপাদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ। খনিতে কর্মরত চীনা ও বাংলাদেশি ৫২ জন শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ব্যাপকভাবে সংক্রমণ ঠেকাতে খনি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।

কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, শনিবার সকাল থেকে পরীক্ষামূলক কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে অধিকাংশই চীনা শ্রমিক, তবে দুজন দেশি শ্রমিকও রয়েছেন।

এর আগে ২৭ জুলাই সকাল থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু করা হয়। পরীক্ষামূলক উত্তোলনের এক সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ উত্তোলনের প্রস্তুতি নিতে কাজ করছিলেন শ্রমিকেরা। এর মধ্যেই করোনায় আবারও উৎপাদন বন্ধ করতে বাধ্য হলো খনি কর্তৃপক্ষ।

খনি সূত্রে জানা গেছে, ২৭ জুলাই বড়পুকুরিয়া কয়লাখনির নতুন কূপে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। এর মধ্যে ২৬ জুলাই ১৪৩ জন চীনা শ্রমিকের নমুনা পরীক্ষা করা হলে ১৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। ২৮ জুলাই ৩০৫ জন শ্রমিকের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চীনা শ্রমিক ২৯২ জনের মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ ও ১৩ জন বাংলাদেশি শ্রমিকের করোনা পরীক্ষা করা হলে দুজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। শনিবার আরও ২৫৩ জন চীনা শ্রমিকের নমুনা পরীক্ষা করা হবে। 

ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম আরও বলেন, ‘যারা করোনায় আক্রান্ত হয়েছেন এবং যারা সংক্রমিতদের সঙ্গে ছিলেন, তাদের খনির বাইরে পাঠিয়ে দিয়ে যারা খনির বাইরে আছেন, তাদের করোনা পরীক্ষা করে নতুন করে খনিতে প্রবেশ করানো হবে। আর যেসব বাংলাদেশি শ্রমিক বিভিন্ন ওয়ার্কশপে ছোট গ্রুপে অবস্থান করছে কিন্তু কারও সংস্পর্শে যায়নি, এমন ১০০ জন শ্রমিক খনিতে যারা করোনা আক্রান্ত হননি এবং কোয়ারেন্টিনে আছে আরও ৯১ জন তাদের রেখে প্রাথমিক কাজগুলো চালু রাখা হবে। আমরা আশা করছি পরিস্থিতি সামাল দিয়ে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আবারও উৎপাদন শুরু করা হবে।’ 

উল্লেখ্য, ২৭ জুলাই সকাল সাড়ে ৯টায় খনির নতুন ফেজ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু করে কর্তৃপক্ষ। এর আগে গত ৩০ এপ্রিল ১৩১০ নম্বর ফেজ থেকে মজুত শেষ হয়ে যাওয়ায় প্রায় তিন মাস পর ১৩০৬ নম্বর ফেজ থেকে কয়লা উত্তোলন প্রক্রিয়া শুরু করা হয়।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ