হোম > সারা দেশ > রংপুর

বর্ষবরণের উড়ো চিঠি নিয়ে আতঙ্কের কিছু নেই: আইজিপি

রংপুর প্রতিনিধি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘বাংলা বর্ষবরণকে ঘিরে চারুকলায় একটি উড়ো চিঠি এসেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এরপরও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আশা করছি পয়লা বৈশাখে উৎসবমুখর পরিবেশে মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানে অতীতের মতো মানুষ অংশ নেবেন।’ 

মহাপরিদর্শক আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি গ্রহণ করেছেন। এই আলোকে আমরা দায়িত্ব পালন করছি। এক সময় দেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসের জনপদ গড়ে উঠেছিল। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লোকজন এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কারণে এখন মানুষ সব জায়গায় নিরাপদ।’ 

আজ বৃহস্পতিবার সকালে রংপুর পুলিশ লাইনস মাঠে মাল্টিপারপাস শেডের উদ্বোধন শেষে পুলিশের মহাপরিদর্শক সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করে আসছে পুলিশ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশবাহিনী প্রস্তুত। নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবেন, আমরা সেই দায়িত্ব পালন করব।’ 

দেশ জঙ্গিবাদ দমনে সাফল্য অর্জন করেছে বলে উল্লেখ করে আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার আগেই পদক্ষেপ নিয়েছি। তাই দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গিবাদের সঙ্গে অন্য কোনো দুরভিসন্ধিমূলক কার্যক্রমে কারও চক্রান্ত রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। সেই সঙ্গে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’ 

বঙ্গবাজারে আগুনে জঙ্গি তৎপরতা আছে কী না? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মহাপরিদর্শক বলেন, ‘এখন পর্যন্ত তেমন কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’ 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক মোহা. আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ পুলিশের কর্মকর্তারা। এর আগে পুলিশের মহাপরিদর্শক পুলিশ অফিসার্স মেস, পুলিশ ট্রেনিং সেন্টারের একাডেমিক ভবনের উদ্বোধন শেষে রংপুর পুলিশ লাইনসে বৃক্ষরোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা