হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

এক রাতে তিন গ্রামে আগুন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক রাতে তিন গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১টি বাড়ি পুড়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে ১১ গরু ও ১৫টি ছাগল। গত শুক্রবার দিবাগত রাতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খেটে খাওয়া মানুষ।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে আগুনে পীরগঞ্জের বেলদহি গ্রামে ৫ বাড়ি পুড়ে যায়। দগ্ধ হয়ে মারা গেছে ৬টি গরু। এ ছাড়া চাপাপাড়া গ্রামে পুড়েছে ৫টি বাড়ি। সেখানে মারা গেছে ৫টি গরু ও ১৫টি ছাগল।

অন্যদিকে তাজপুর গ্রামে আগুনে পুড়ে গেছে একটি বাড়ি। চাপাপাড়ায় শর্টসার্কিট ও বেলদহিতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত্র হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পীরগঞ্জ ও ঠাকুরগাঁও স্টেশনের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

উপজেলার চাপাপাড়া গ্রামের জবাইদুর রহমান জানান, তাঁরসহ আশপাশের ৫টি বাড়ির সবকিছুই পুড়ে গেছে। নতুন করে ঘর তোলার সামর্থ্য নেই তাঁদের। তাঁরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, আগুনে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ