হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

এক রাতে তিন গ্রামে আগুন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক রাতে তিন গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১টি বাড়ি পুড়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে ১১ গরু ও ১৫টি ছাগল। গত শুক্রবার দিবাগত রাতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খেটে খাওয়া মানুষ।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে আগুনে পীরগঞ্জের বেলদহি গ্রামে ৫ বাড়ি পুড়ে যায়। দগ্ধ হয়ে মারা গেছে ৬টি গরু। এ ছাড়া চাপাপাড়া গ্রামে পুড়েছে ৫টি বাড়ি। সেখানে মারা গেছে ৫টি গরু ও ১৫টি ছাগল।

অন্যদিকে তাজপুর গ্রামে আগুনে পুড়ে গেছে একটি বাড়ি। চাপাপাড়ায় শর্টসার্কিট ও বেলদহিতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত্র হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পীরগঞ্জ ও ঠাকুরগাঁও স্টেশনের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

উপজেলার চাপাপাড়া গ্রামের জবাইদুর রহমান জানান, তাঁরসহ আশপাশের ৫টি বাড়ির সবকিছুই পুড়ে গেছে। নতুন করে ঘর তোলার সামর্থ্য নেই তাঁদের। তাঁরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, আগুনে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার