ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরে ঘাস পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুকুরে ডুবে পানি খেয়ে অসুস্থ হয়েছে আরও একজন। অসুস্থ কিশোরীকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার বেলা ২টায় বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের আরাজী দুর্লভপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত দুই কিশোরী হলো, ওই গ্রামের মালারাম রায়ের মেয়ে ময়না রাণী (১২) ও মহেন চন্দ্র সিংহের মেয়ে মল্লীকা রানী (১৩)। অসুস্থ প্রিয়াঙ্কা (১৩) বিঘানু রামের মেয়ে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, পরিবারের কারও অভিযোগ না থাকায় দুইজনের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।