হোম > সারা দেশ > রংপুর

৩৬টি দুর্নীতির লিখিত অভিযোগ দ্রুত সমাধানের নির্দেশ দুদকের

রংপুর প্রতিনিধি

রংপুর অঞ্চলের ১৫০ অভিযোগের মধ্যে বাছাই করা ৩৬টি দুর্নীতির লিখিত অভিযোগ শুনে তা দ্রুত সমাধান করার নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। আজ সোমবার দুপুরে রংপুর টাউন হলে দুদক আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। এ সময় অভিযোগকারী এবং অভিযুক্তদের সামনাসামনি আনা হয়। 

জানা যায়, শুনানিতে স্থানীয় ভূমি অফিসের তহসিলদারদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ ছিল। এ ছাড়া শিক্ষা কর্মকর্তা, পিবিআই, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধেও ছিল বিস্তর অভিযোগ। 

শুনানিতে ৩৫ হাজার টাকা ঘুষ দাবি এবং অগ্রিম ১০০ টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রংপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের পরিদর্শক তপন রায়কে ভর্ৎসনা করা হয়েছে। অভিযোগকারী ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানকে তাঁর কাজ ৭ দিনের মধ্যে করিয়ে দেওয়ার নির্দেশ দেন কমিশনার। নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান না হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আদেশ দেন তিনি। 

শুনানিতে দুর্নীতি দমন কমিশনার বলেন, আমরা চাই দেশের সকল নাগরিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। নাগরিকেরা সচেতন হলেই দুদক সফল হবে। এমন গণশুনানি আগামীতেও হবে যাতে গণমানুষ তাঁদের দুঃখের কথা বলতে পারেন এবং তাঁদের কষ্ট থেকে মুক্তি পান। 

গণশুনানির সময় আরও উপস্থিত ছিলেন-দুর্নীতি দমন কমিশন রংপুর বিভাগীয় পরিচালক আব্দুল করিম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক মো. আসিব আহসান, রংপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুশান্ত চন্দ্র খান, সাধারণ সম্পাদক আকবর আলী প্রমুখ। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ