হোম > সারা দেশ > রংপুর

৩৬টি দুর্নীতির লিখিত অভিযোগ দ্রুত সমাধানের নির্দেশ দুদকের

রংপুর প্রতিনিধি

রংপুর অঞ্চলের ১৫০ অভিযোগের মধ্যে বাছাই করা ৩৬টি দুর্নীতির লিখিত অভিযোগ শুনে তা দ্রুত সমাধান করার নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। আজ সোমবার দুপুরে রংপুর টাউন হলে দুদক আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। এ সময় অভিযোগকারী এবং অভিযুক্তদের সামনাসামনি আনা হয়। 

জানা যায়, শুনানিতে স্থানীয় ভূমি অফিসের তহসিলদারদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ ছিল। এ ছাড়া শিক্ষা কর্মকর্তা, পিবিআই, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধেও ছিল বিস্তর অভিযোগ। 

শুনানিতে ৩৫ হাজার টাকা ঘুষ দাবি এবং অগ্রিম ১০০ টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রংপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের পরিদর্শক তপন রায়কে ভর্ৎসনা করা হয়েছে। অভিযোগকারী ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানকে তাঁর কাজ ৭ দিনের মধ্যে করিয়ে দেওয়ার নির্দেশ দেন কমিশনার। নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান না হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আদেশ দেন তিনি। 

শুনানিতে দুর্নীতি দমন কমিশনার বলেন, আমরা চাই দেশের সকল নাগরিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। নাগরিকেরা সচেতন হলেই দুদক সফল হবে। এমন গণশুনানি আগামীতেও হবে যাতে গণমানুষ তাঁদের দুঃখের কথা বলতে পারেন এবং তাঁদের কষ্ট থেকে মুক্তি পান। 

গণশুনানির সময় আরও উপস্থিত ছিলেন-দুর্নীতি দমন কমিশন রংপুর বিভাগীয় পরিচালক আব্দুল করিম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক মো. আসিব আহসান, রংপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুশান্ত চন্দ্র খান, সাধারণ সম্পাদক আকবর আলী প্রমুখ। 

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার