হোম > সারা দেশ > নীলফামারী

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ডুবে গেছে ৫০০ একর আমন খেত

প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি আজ শুক্রবার সকাল ৯টা থেকে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি বিপৎসীমা অতিক্রম করেছে বলে নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এতে নতুন করে ডিমলার তিনটি ইউনিয়নের ২ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তবে দুপুরের পর থেকে পানি প্রবাহের সীমা কমতে শুরু করেছে। 

হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় ভেন্ডাবাড়ি চরের ২ নম্বর স্পার বাঁধ ভেঙে যায়। সেই অংশ দিয়ে পানি ঢুকে প্রায় ৫ শত একর জমির আমন খেত নষ্ট হয়ে যায়। বাঁধ ভেঙে যাওয়ায় ওই স্থানে তিস্তা নদীর গতিপথ পরিবর্তন করেছে। এর আগে ওই চরের ৭০টি পরিবার ভিটেমাটি হারিয়ে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর আশ্রয় নেয়।

নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বাঁধে আশ্রয় নেওয়া ও পানিবন্দী মানুষের মাঝে নগদ টাকা, শুকনো খাবার ও চাল সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া ভিটেমাটি হারা পরিবারকে প্রধানমন্ত্রীর চলমান আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসন করা হবে।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম বলেন, তিস্তা নদীর স্পার বাঁধ ভেঙে যাওয়ায় আমন চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এসব কৃষকদের তালিকা ও ক্ষতিগ্রস্ত আমন খেতের পরিমাণ নির্ণয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট কৃষি বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। 

সচিব আরও বলেন, বন্যা পরবর্তীতে কৃষি পুনর্বাসনে কৃষকদের বীজ ও সার প্রদানের পাশাপাশি কৃষি উপকরণ প্রদান করা হবে।  

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ