হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১ 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

কোচিং থেকে ফেরার পথে নীলফামারীর সৈয়দপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় আরিফুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দিনাজপুরের পার্বতীপুর বেংমারী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।  

গত রোববার উপজেলার কদমতলী বাজারে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগীর পরিবার, পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০ আগস্ট রোববার বিকেলে সৈয়দপুরের কদমতলী বাজারে কোচিং থেকে বাড়ি যাওয়ার পথে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর তাকে সৈয়দপুরের পার্শ্ববর্তী বেলাইচন্ডি এলাকায় একটি বাঁশঝাড়ে ধর্ষণের চেষ্টা করে তারা। এ সময় মেয়েটি চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এলাকাবাসী। 

মেয়েটি সুস্থ হয়ে বাড়িতে ফিরলে তার ভাই বাদী হয়ে আজ (মঙ্গলবার) সৈয়দপুর থানায় একটি মামলা করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ও পার্বতীপুর থানা-পুলিশের সহযোগিতায় এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড