হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

উপনির্বাচন: কেন্দ্রে ভোটার কম, প্রার্থীদের কর্মী-সমর্থক বেশি

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁও-৩ আসনের (রানীশংকৈল-পীরগঞ্জ) উপনির্বাচনে কেন্দ্রগুলোতে ভোটারের চেয়ে প্রার্থীদের কর্মী-সমর্থকের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।  

রানীশংকৈল পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্রীয় হাইস্কুল, মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়সহ কয়েকটি ভোটকেন্দ্রে গিয়ে প্রার্থীদের কর্মী-সমর্থকের সংখ্যা অনেক দেখা গেলেও ভোটারের উপস্থিতি ছিল কম।  

মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘সকালের দিকে ভোটার উপস্থিতি কম ছিল। তবে দুপুরের দিকে নারী ভোটারের উপস্থিতি লক্ষ করা গেছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই কেন্দ্রে ১৮ ভাগ ভোট পড়েছে।’ 

কেন্দ্রীয় হাইস্কুলের প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ারুল আজম বলেন, ভোটার উপস্থিতি কমছে-বাড়ছে। তবে খুব বেশি লাইন নেই। 

ওই কেন্দ্রের নারী ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, মোট ২ হাজার ২৩০ জন ভোটারের মধ্যে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২৫০টি ভোট পড়েছে। 

মীরডাঙ্গী ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান বলেন, ‘সকাল থেকে ভোটার উপস্থিতি কম। আশা করি দুপুরের পর ভোটারের সংখ্যা বাড়তে পারে।’ 

ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪ দলীয় জোট সমর্থিত প্রার্থী ইয়াসিন আলী (হাতুড়ি), জাতীয় পার্টির হাফিজউদ্দীন (লাঙল), জাকের পার্টির এমদাদুল হক (গোলাপ ফুল), বিএনএফ সিরাজুল ইসলাম (টেলিভিশন), এনপিপি সাফি আল আসাদ (আম) ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (একতারা) নির্বাচন করছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৪৩৯ জন। 

আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দীন ভোটার উপস্থিতির বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘আবহাওয়া খারাপ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা করি।’ 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ