হোম > সারা দেশ > পঞ্চগড়

ভারতীয় ভ্যারিয়েন্ট আতঙ্কে বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ ঘোষণা

প্রতিনিধি

পঞ্চগড়: ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমণ আতঙ্কে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এক সপ্তাহ বন্ধ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাকার জনসাধারণ, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বন্দর সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা ট্রাক চালকদের মাধ্যমে করোনার নতুন ধরন সংক্রমণের ঝুঁকি রয়েছে। পাশাপাশি বাংলাবান্ধাসহ পুরো তেঁতুলিয়া উপজেলার তিন দিকে ভারত সীমান্ত থাকায় স্থানীয় ও উপজেলাবাসীর সুরক্ষার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ সকালে পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট ও বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, গত মঙ্গলবার (২৫ মে) রাতে বন্দর এলাকায় পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটের উপস্থিতিতে বন্দর সংশ্লিষ্ট, স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয় এলাকাবাসীর মতামতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তাঁরা আরও বলেন, দেশে গত কয়েক দিন আগে করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় সীমান্ত উপজেলা তেঁতুলিয়ার মানুষেরা একটু চিন্তিত। পরে বন্দর সংশ্লিষ্ট লোকজনদের নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই বিষয় নিয়ে আজ শুক্রবার (২৮ মে) সকালে আবারও জরুরি আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, অ্যাসোসিয়েশনের সকল ব্যবসায়ীকে সিদ্ধান্তটি জানানো হয়েছে। সার্বিক পরিস্থিতিতে স্থানীয় জনস্বার্থে বিষয়টিকে আমি সমর্থন করি।

বন্দর শ্রমিক সংগঠনের সভাপতি মো. ইদ্রিস আলী জানান, বাংলাবান্ধা বন্দরে প্রায় ৩ শতাধিক শ্রমিক কাজ করে। বন্দর বন্ধ হলে এসব শ্রমিক বেকার হয়ে পড়বে। তারপরেও জনস্বার্থে বন্দর বন্ধের সিদ্ধান্ত হলে তা তো মানতেই হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ