হোম > সারা দেশ > দিনাজপুর

দুর্গাপূজা উপলক্ষে হিলি ইমিগ্রেশনে যাত্রীর চাপ বেড়েছে

হিলি প্রতিনিধি 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চাপ বেড়েছে। দু দেশের ইমিগ্রেশনে তিল পরিমাণ দাঁড়িয়ে থাকার জায়গা নেই। ঘণ্টার পর ঘণ্টা ইমিগ্রেশনে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।

শারদীয় দুর্গোৎসবের দিন যতই ঘনিয়ে আসছে যাত্রী পারাপার ততই বাড়ছে। দুর্গোৎসবকে কেন্দ্র করে যাত্রীর চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন ইমিগ্রেশন সংশ্লিষ্টরা। যাত্রীদের পাসপোর্ট ছাড় করতে হিমশিম খাচ্ছে ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষ।

ভারত থেকে দেশে আসা পাসপোর্ট যাত্রী নির্মল প্রামাণিক আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশে প্রথম সপরিবারে আসলাম। যাব সিরাজগঞ্জ পিসির বাড়িতে। শুনেছি বাংলাদেশে খুব ভালো উৎসব হয়, তাই পিসিদের নিমন্ত্রণে পুজো উৎসব পালন করার জন্য এসেছি।’ তাঁর মতো অনেকেই এবার বাংলাদেশে আত্মীয়দের সঙ্গে পুজো পালন করার জন্য আসছেন বলেও জানান নির্মল প্রামাণিক।
 
বাংলাদেশ থেকে ভারত যাচ্ছেন দীপ্তি রানী। তিনি বলেন, ‘কাকার বাড়িতে এবার পূজার আমন্ত্রণ পেয়ে দাদা ও মাকে সঙ্গে নিয়ে এই প্রথম ভারতের দক্ষিণ দিনাজপুরে যাচ্ছি। এবার ভারতের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে ঘুরে দেখব ও আনন্দ করব।’

এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে হিলি চেকপোস্ট দিয়ে বেড়েছে দু’দেশে যাত্রী পারাপার। করোনা মহামারির কারণে গেল দুই বছর আসা-যাওয়া করতে না পারলে এবার আর সুযোগটা হাতছাড়া করতে চান না তারা। এ ছাড়া অনেকে যাচ্ছেন, চিকিৎসা, ভ্রমণসহ ব্যবসা সংক্রান্ত কাজে। তবে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যাতায়াতকারী যাত্রীর সংখ্যাই বেশি। তা ছাড়া ভারত থেকে বাংলাদেশে আসছেন পুজোর পাশাপাশি আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করতে অনেক যাত্রী।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. বদিউজ্জামান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত বেড়েছে। গেল সপ্তাহে এই রুট দিয়ে প্রতিদিন গড়ে ৪০০ জন যাতায়াত করলেও এখন সেই সংখ্যা প্রায় ৭০০ শ তে দাঁড়িয়েছে। কয়েক দিনের মধ্যে যাত্রী পারাপার আরও বাড়তে পারে।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শনিবার মহাষষ্ঠী মধ্যে দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। আর ৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ