হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে খেলতে গিয়ে নিখোঁজ ৪ বছরের শিশু, কাতর মা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

খেলতে গিয়ে নিখোঁজের চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের সৌদি প্রবাসী তাহারুল ব্যাপারীর চার বছরের ছেলে বায়োজিদের। এতে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

আজ মঙ্গলবার দুপুরে বায়োজিদের সন্ধানে পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা রায়হানা বেগম। এর আগে গতকাল সোমবার বিকেল ৩টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে।

এদিকে শিশু বায়োজিদকে ফিরে পেতে তালুক ঘোড়াবান্দা গ্রামসহ আশপাশের কয়েকটি ইউনিয়নে মাইকিং করা হয়েছে। শিশু বায়োজিদকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। এমন ছোট শিশুর নিখোঁজ হওয়ার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবারসহ এলাকাবাসী। মা রায়হানা বেগমও ছেলে হারানোর শোকে কাতর হয়ে বারবার মূর্ছা যাচ্ছেন।

পরিবার জানিয়েছে, গতকাল বিকেলে বাড়ির পাশে খেলতে যায় শিশু বায়োজিদ। এরপর সে আর বাড়িতে ফিরে না আসায় আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানগুলোতে খুঁজেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি গতকালই হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হয়েছে। পরে রাতে পুলিশ এসে সম্ভাব্য স্থানগুলোতে খুঁজে দেখে। আজ এ ঘটনায় দুপুরে গিয়ে পলাশবাড়ী থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ বায়োজিদের মা রায়হানা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বায়োজিদ প্রতিদিনই বাড়ির পাশে খেলতে যেত। আবার কিছুক্ষণ পর ফিরে আসত। কিন্তু গতকাল আর ফেরেনি। ২৪ ঘণ্টা পার হলেও আমার বায়োজিদের কোনো সন্ধান পাইনি আমরা। দুশ্চিন্তায় আমাদের সবার খাওয়া-দাওয়া বন্ধ হয়েছে। আত্মীয়স্বজন সবাই বিভিন্নভাবে তার খোঁজ করছে। কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না।’

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, ‘গতকালই আমরা শিশু নিখোঁজের বিষয়টি শুনেছি। আজ নিখোঁজ ডায়েরি পেয়েছি। শিশু বায়োজিদের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ