হোম > সারা দেশ > রংপুর

ইটভাটায় অভিযানে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর, পুলিশসহ আহত ৬ 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্বিতীয় দিনের অভিযানে পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে পুলিশসহ ৬ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার পূর্ব সাঁইতাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এর আগে গতকাল সোমবার জেলার নবাবগঞ্জে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ইটভাটা বন্ধসহ ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুর করায় এম এইচ ভাটার মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম শরীফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান।’

পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিমের ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি বলেন, ‘আমরা সোমবার থেকে বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করছি। আজ (মঙ্গলবার) চিরিরবন্দর পূর্ব সাঁইতাড়া একটি ইটভাটাকে কাগজপত্র দেখাতে বললে তারা পরিবেশের কোনো কাগজপত্র দেখাতে না পারায় ৪ লাখ টাকা জরিমানা ও ভাটা গুঁড়িয়ে দেওয়ার সময় অতর্কিতভাবে ভাটার শ্রমিকেরা ঢিল মারতে শুরু করেন।

তিনি আরও বলেন, এ সময় হামলাকারীরা পরিবেশ অধিদপ্তরের একটি গাড়ি ভাঙচুর করেন। হামলায় পুলিশসহ ৬ জন আহত হন। এর আগে আরও দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন