হোম > সারা দেশ > রংপুর

সাড়ে ১৩ ঘণ্টা পর দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু

দিনাজপুর প্রতিনিধি

সাড়ে ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর সারা দেশের সঙ্গে দিনাজপুরের রেল যোগাযোগ চালু হয়েছে। আজ সন্ধ্যা পৌনে ৬টায় পর থেকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে ভোর সোয়া ৪টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর থেকে বন্ধ হয়ে যায় দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। 

এদিকে দুর্ঘটনা তদন্তে লালমনিরহাট রেলওয়ের ডিভিশনাল ট্রাফিক সুপার খালেদুন নেসাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে কর্তব্য অবহেলার দায়ে গেটম্যান মনিরুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার পর থেকে মনিরুজ্জামান পলাতক। 

এর আগে দিনাজপুরের পার্বতীপুরে বালুবোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে সারা দেশের সঙ্গে দিনাজপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে গেটম্যান ছিলেন না। ট্রেনটি খালি থাকায় বড় প্রাণহানির ঘটনা ঘটেনি। 

রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়ে এই লাইনে চলাচলরত বেশ কয়েকটি ট্রেনের কয়েকশত যাত্রী। দিনাজপুর রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট এবিএম জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার পর পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে দিনাজপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। লাইন ক্লিয়ার হওয়ায় সেটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। আর ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ও রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি যাত্রীদের হয়রানি কমাতে সমন্বয় করা হয়েছে।

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা