দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনিতে মাথায় পড়ে আব্দুল মান্নান শেখ (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় শওকতুল ইসলাম (৩৫) নামের আরেক শ্রমিক আহত হয়েছেন। নিহত মান্নান রংপুর জেলার বদরগঞ্জ থানার লোহানীপাড়ার আব্দুল বারেক শেখের ছেলে।
খনি সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত ২টার দিকে মধ্যপাড়া পাথর খনির আন্ডার গ্রাউন্ডে রাত্রিকালীন শিফট ডিউটি পালন করাকালে মাথায় পাথর পড়ে আব্দুল মান্নান শেখ ও শওকতুল ইসলাম আহত হন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য জিটিসির অ্যাম্বুলেন্সযোগে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে আব্দুল মান্নান মারা যান। পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর অধীনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
দুর্ঘটনায় শ্রমিক নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. আবু তালেব ফরাজী। তিনি জানান, শ্রমিকেরা রাতের শিফটে কাজ করার সময় তাঁদের ওপর পাথরের টুকরো ভেঙে পড়লে তারা দুজন আহত হন। পরে আব্দুল মান্নান শেখ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।