হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ৫ লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ

প্রতিনিধি, রংপুর 

পরিবেশ দূষণ বিরোধী অভিযান চালিয়ে রংপুর নগরীর একটি কারখানা থেকে পাঁচ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ। এ সময় নিবন্ধন ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় কারখানাটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ দূষণ বিরোধী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে গতকাল বিকেলে নগরীর শালবন মিস্ত্রিপাড়ার শিয়ালুর মোড়ের রিয়াদ এন্টারপ্রাইজ নামে একটি কারখানায় অভিযান চালানো হয়েছে। এ সময় দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা। 

এ বিষয়ে ফারুক আহমেদ বলেন, অভিযানের সময় কারখানার ভেতরে নোংরা পরিবেশে পলিথিন উৎপাদনের বিষয়টি হাতেনাতে ধরা পড়েছে। এ সময় কারখানার দায়িত্বে থাকা ব্যবস্থাপক বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। ওই কারখানার নামে কোনো লাইসেন্স, নিবন্ধন, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের ছাড়পত্রও ছিল না। 

ফারুক আহমেদ আরও বলেন, অভিযান শেষে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মলিহা খানমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কারখানার ম্যানেজার মওলা বক্সকে ৮ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া নিবন্ধন ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ না করা পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। 

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার