হোম > সারা দেশ > কুড়িগ্রাম

রৌমারীতে ‘মন্ত্রীর চাতালের’ সামনের জমি থেকে নারীর লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ‘মন্ত্রীর চাতাল’ নামে পরিচিত একটি চাতালের উল্টো দিকের জমি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারীর নাম আজেমা বেগম (৪৮)। তিনি শৌলমারী গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম রজব আলী এবং স্বামীর নাম রোস্তম আলী।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপকুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই চাতালের ভেতর রক্ত পাওয়া গেছে। পুলিশ সেই আলামত সংগ্রহ করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, চাতালটি কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের। নিহত আজেমা বেগম কয়েক বছর ধরে ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। উপজেলা শহরের বিভিন্ন এলাকায় তাঁকে প্রায়ই ঘুরে বেড়াতে দেখা গেছে।

শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, চাতালের সামনের রাস্তার পাশের জমিতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ওই নারীর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁকে যৌন নির্যাতন করার পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ঘটনাস্থল থেকে ফিরে চেয়ারম্যান নজরুল ইসলাম আরও জানান, চাতাল চত্বরের প্রবেশদ্বার উন্মুক্ত ছিল। চাতালটির অভ্যন্তরে ফটকের কাছে একটি চালা ঘরে থাকা ইটের টুকরা ও ঘরের মেঝের মাটিতে রক্তের ছাপ পাওয়া গেছে। সেখানে ইট দিয়ে ওই নারীর মাথায় আঘাত করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

চেয়ারম্যান বলেন, চাতালটি প্রতিমন্ত্রীর মালিকানাধীন। তবে সেটি বর্তমানে পরিত্যক্ত। ওসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ আলামত সংগ্রহ করেছে। প্রকৃত ঘটনা কী ঘটেছে তা তদন্ত করছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, সবুজপাড়া এলাকাটি মাদক কারবারি ও মাদকাসক্তদের অভয়াশ্রমে পরিণত হয়েছে।

এ বিষয়ে জানতে আজ দুপুর ১২টায় প্রতিমন্ত্রী জাকির হোসেনকে ফোন দিয়ে তাঁকে পাওয়া যায়নি।

ওসি রূপকুমার সরকার বলেন, ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ