হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

দিনাজপুর প্রতিনিধি

আবু ইবনে রজ্জব। ছবি: সংগৃহীত

দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু ইবনে রজ্জবের বিরুদ্ধে মামলা করেছে (দুর্নীতি দমন কমিশন) দুদক। আজ বৃহস্পতিবার সকালে দুদকের সহকারী পরিচালক মো. নূর আলম বাদী হয়ে এই মামলা করেন।

কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সম্পদ বিবরণী দাখিল করে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং ভোগ দখলে রাখার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।

দুদক দিনাজপুর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, মেসার্স রূপ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইমাম আবু জাফর রজ্জব দিনাজপুর কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সম্পদ বিবরণী দাখিল করে ৪৯ লাখ ১৮ হাজার ৭০৬ টাকার সম্পদ গোপন করেছেন। এ ছাড়া জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৯৮৭ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে আবু ইবনে রজ্জবের সংগৃহীত রেকর্ডপত্র এবং সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনায় এসব অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় মামলা করা হয়।

এ বিষয়ে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বলেন, তাঁর বিরুদ্ধে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সম্পদ বিবরণী দাখিল করে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক তা দখলে রাখার অভিযোগের সত্যতা পাওয়ায় আইন মোতাবেক মামলা করা হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ