হোম > সারা দেশ > রংপুর

নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দেওয়ায় কারণ দর্শানোর নোটিশ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা শিক্ষা অফিস। রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের শেরপুর পুটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশ প্রাপ্তির ৩ কর্মদিবসের মধ্যে শিক্ষকদের নিকট জবাব দেওয়ার জন্য বলা হবে বলে জানা গেছে। 

দৈনিক আজকের পত্রিকাসহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ওই বিদ্যালয়টির প্রধান শিক্ষকসহ ৯ জন শিক্ষককে এ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে উপজেলা শিক্ষা অফিস। 

এ বিষয়ে শেরপুর পুটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রেজা মো. শামছুল কবির জানান, ‘আমি এখনো নোটিশ পায়নি।’ 

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, ‘নোটিশ দেওয়ার জন্য বিদ্যালয়ের শিক্ষকদের ফোন করেছি তারা এখনো অফিস থেকে নোটিশ গ্রহণ করেননি। আজ সোমবার অফিস থেকে নোটিশ গ্রহণ না করলে মঙ্গলবার ডাক যোগে পাঠানো হবে।’ 

উপজেলা শিক্ষা কর্মকর্তা নাগমা শিলভিয়া খান বলেন, ‘নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দেওয়ার ঘটনায় ওই ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী শিক্ষা অফিসার আব্দুল আহাদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার জন্য বলেছি।’ 

প্রসঙ্গত, সরকারি বিধি উপেক্ষা করে শেরপুর পুটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রেজা মো. শামছুল কবীর গত ৫ এপ্রিল বেলা ১.৩০ মিনিটের মধ্যে বিদ্যালয় ছুটি দেন। 

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু