হোম > সারা দেশ > রংপুর

নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দেওয়ায় কারণ দর্শানোর নোটিশ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা শিক্ষা অফিস। রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের শেরপুর পুটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশ প্রাপ্তির ৩ কর্মদিবসের মধ্যে শিক্ষকদের নিকট জবাব দেওয়ার জন্য বলা হবে বলে জানা গেছে। 

দৈনিক আজকের পত্রিকাসহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ওই বিদ্যালয়টির প্রধান শিক্ষকসহ ৯ জন শিক্ষককে এ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে উপজেলা শিক্ষা অফিস। 

এ বিষয়ে শেরপুর পুটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রেজা মো. শামছুল কবির জানান, ‘আমি এখনো নোটিশ পায়নি।’ 

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, ‘নোটিশ দেওয়ার জন্য বিদ্যালয়ের শিক্ষকদের ফোন করেছি তারা এখনো অফিস থেকে নোটিশ গ্রহণ করেননি। আজ সোমবার অফিস থেকে নোটিশ গ্রহণ না করলে মঙ্গলবার ডাক যোগে পাঠানো হবে।’ 

উপজেলা শিক্ষা কর্মকর্তা নাগমা শিলভিয়া খান বলেন, ‘নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দেওয়ার ঘটনায় ওই ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী শিক্ষা অফিসার আব্দুল আহাদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার জন্য বলেছি।’ 

প্রসঙ্গত, সরকারি বিধি উপেক্ষা করে শেরপুর পুটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রেজা মো. শামছুল কবীর গত ৫ এপ্রিল বেলা ১.৩০ মিনিটের মধ্যে বিদ্যালয় ছুটি দেন। 

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু