হোম > সারা দেশ > লালমনিরহাট

জি এম কাদেরসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

লালমনিরহাট প্রতিনিধি 

জি এম কাদের, তাঁর স্ত্রী শেরিফা কাদের। ছবি: সংগৃহীত

লালমনিরহাটে ঘটনার সাড়ে সাত বছর পরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তাঁর স্ত্রী শেরিফা কাদেরসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সোমবার (২ জুন) লালমনিরহাট সদর থানায় মামলাটি করেন বিএনপি নেতা খলিলুর রহমান।

বাদী খলিলুর রহমান লালমনিরহাট পৌরসভার সাধুটারী এলাকার অহর উদ্দিনের ছেলে। তিনি লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি।

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বাদী খলিলুর রহমান লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে বিএনপির প্রার্থীর মনোনীত পোলিং এজেন্ট ছিলেন। এ খবরে জাতীয় পার্টির নেতা-কর্মীরা ভোট গ্রহণের আগের দিন রাতে তাঁর বাড়িতে গিয়ে শাসন করে ভোটকেন্দ্রে না যেতে হুমকি দেন।

পরদিন ভোটগ্রহণ শুরু হলে বাদী দলীয় প্রার্থীর দেওয়া পোলিং এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তাঁর স্ত্রী শেরিফা কাদেরের হুকুমে অন্য আসামিরা তাঁকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে আহতাবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনার সাড়ে সাত বছর পরে লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি খলিলুর রহমান বাদী হয়ে জি এম কাদেরকে প্রধান করে জাতীয় পার্টির ১৯ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ করেন। লালমনিরহাট সদর থানা-পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা (নম্বর-৩) হিসেবে নথিভুক্ত করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, বাদীর অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড