হোম > সারা দেশ > কুড়িগ্রাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘পক্ষপাত দুষ্টু’ কমিটি বাতিলের দাবি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

আহ্বায়ক কমিটিকে পক্ষপাত দুষ্টু দাবি করে বাতিলের জন্য সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীদের একাংশ। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘পক্ষপাত দুষ্টু’ আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জুলাই ছাত্র আন্দোলনে জড়িতদের একাংশ। আজ রোববার দুপুরে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরি শহীদ মিনার চত্বরে এ সংবাদ সম্মেলন হয়।

এর আগে ১১ ফেব্রুয়ারি ভূরুঙ্গামারী উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করে কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক কমিটি।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘রাজনৈতিক স্বার্থ হাসিরের উদ্দেশ্যে জুলাই বিপ্লবের সম্মুখসারির বিপ্লবীদের বাদ দিয়ে রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের সদস্যদের উপজেলা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা একধরনের বৈষম্য। জুলাই বিপ্লবকে সমুন্নত রাখতে যাঁরা ভূরুঙ্গামারীতে ১৬ জুলাই থেকে কাজ করে চলেছেন, তাঁদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হোক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলার আহ্বায়ক কমিটির প্রায় ৩০ জন পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। এ সময় পক্ষপাত দুষ্টু কমিটি দাবি করে জড়িত কুড়িগ্রাম জেলা কমিটির নেতাদেরকে ভূরুঙ্গামারীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার আবেদন জানানো হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে নতুন কমিটি ঘোষণার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড