হোম > সারা দেশ > কুড়িগ্রাম

চিলমারীতে শিক্ষকের হাতে অধ্যক্ষ লাঞ্ছিত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে এক শিক্ষকের হাতে একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ লাঞ্ছিত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পুরোনো বাজার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। তাঁরা দুজন উপজেলার রাজার ভিটা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক।

ওই মাদ্রাসার অধ্যক্ষ ড. মিনহাজুল ইসলামের নেতৃত্বে ওই মাদ্রাসার একদল শিক্ষার্থী সকাল থেকে উপজেলার বিভিন্ন রাস্তা ও প্রতিষ্ঠান পরিষ্কারে অংশ নেন। শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পরিদর্শন করতে গেলে একই মাদ্রাসার সহকারী শিক্ষক (আইসিটি) মো. তাইবুর রহমান হঠাৎ তাঁর ওপর চড়াও হন। এ সময় ওই শিক্ষক অধ্যক্ষকে মারতে উদ্ধত হন। উপস্থিত জনতা অধ্যক্ষকে রক্ষায় এগিয়ে আসেন।

এ বিষয়ে অধ্যক্ষ মো. মিনহাজুল ইসলাম বলেন, ‘নানা অনিয়মের কারণে ওই শিক্ষককে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সেই ক্ষোভ থেকে টিউশন ফিকে কেন্দ্র করে হঠাৎ শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে জনতার সামনে আমার ওপর চড়াও হন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন।’

তবে সহকারী শিক্ষক (আইসিটি) মো. তাইবুর রহমান বলেন, ‘ওই সময় অধ্যক্ষের কাছে টিউশন ফি সম্পর্কে জানতে চাইলে তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করেন।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাকে অবগত করা হয়েছে। অধ্যক্ষকে লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ