হোম > সারা দেশ > কুড়িগ্রাম

প্রেমিকের বাড়িতে অনশনে অসুস্থ তরুণীকে হাসপাতালে ভর্তি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের বারাইটারী গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছিলেন এক তরুণী। এর মধ্যে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হাসপাতালে ভর্তি হওয়ার আগে ওই তরুণী বলেন, বারাইটারী গ্রামের নরেশ চন্দ্র করের ছেলে নিমাই চন্দ্র করের (২৪) সঙ্গে এক বছর আগে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের বিষয়টি তাঁর পরিবারের নজরে এলে তাঁরা তড়িঘড়ি করে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় নিমাইকে বিয়ে দেওয়ার জন্য পাত্রী খুঁজে আশীর্বাদ (এঙ্গেজমেন্ট) সম্পন্ন করে। আর নিমাই আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। নিমাই অন্যত্র বিয়ে করছে খবর পেয়ে সোমবার বিকেল ৫টার দিকে বিয়ের দাবি নিয়ে নিমাইয়ের বাড়িতে ঢোকার চেষ্টা করি আমি। কিন্তু এ সময় নিমাইয়ের বাড়ির লোকজন বাধা দিলে নিরূপায় হয়ে বৃষ্টিতে ভিজে অনশন করে ওর বাড়ির সামনে বসে আছি। 

বৃষ্টিতে ভিজে একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে নিমাইয়ের পরিবার আগামীকাল বুধবার তাঁদের বিয়ের তারিখ নির্ধারণ করে। আশ্বাস পেয়ে ওই তরুণীকে তাঁর আত্মীয়স্বজনেরা ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করান। 

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, একটি মেয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এমন খবর শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রেমের সম্পর্কের সত্যতা পেয়ে নিমাইয়ের আত্মীয়স্বজনকে তরুণীর সঙ্গে নিমাইয়ের বিয়ে দিতে বলেন। ঘটনাটি প্রকাশ্যে এলে নিমাই কৌশলে আত্মগোপন করেন। হিন্দু সম্প্রদায়ের নেতারা বিষয়টি মীমাংসা করার আশ্বাস দেওয়ায় মেয়েটিকে তাঁর অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। 

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার