হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ৩

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগের এক নেতাসহ তিন কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে নবাবগঞ্জ-কাঁচদহ সড়কের ওপর উপজেলার আলমনগর বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২), নারায়ণপুর গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম (৩০) ও কাঁচদহ গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩)। এর মধ্যে কিবরিয়া ইসলাম উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 

নবাবগঞ্জ থানার এসআই বিভুতি ভূষণ জানান, নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে কাঁচদহ বাজারে যাওয়ার পথে আলমনগর বাজারের কাছে ভাংরি ব্রিজের কাছে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাঁদের বহনকারী মোটরসাইকেলকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। 

এদিকে দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনাকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ স্থানীয়রা। 

দুর্ঘটনাস্থল দেখতে আসা কাঁচদহ গ্রামের রফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর কোনো মিল পাওয়া যাচ্ছে না। সেখানে গাছের ডাল ভাঙা ও গাছের ছাল ওঠা দেখে নিছক দুর্ঘটনা মনে হচ্ছে না। পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। 

ওই গ্রামের মো. ওসমান গনি জানান, দুর্ঘটনায় নিহত তিনজনেরই চোখ ও মাথায় আঘাত। দেখে মনে হচ্ছে না এটি দুর্ঘটনা। বিষয়টি সন্দেহজনক। 

নিহত সাব্বিরের মামা মুশফিকুর রহমান জানান, সাব্বিরসহ বাকি দুজন কাঁচদহ নদী থেকে বালু উত্তোলনের ট্রাকের টাকা কালেকশন করতেন। প্রতিদিনের ন্যায় গতকালও টাকা নিয়ে নবাবগঞ্জে গেয়েছিলেন। তিনজনই নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিনুর রহমান সবুজের সঙ্গে থাকতেন বলে জানান তিনি। 

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ