হোম > সারা দেশ > দিনাজপুর

সেই শ্রেণিকক্ষ থেকে বের করা হলো প্রভাবশালীর আলু, শুরু পাঠদান

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 

দিনাজপুরের খানসামা উপজেলার উত্তর নলবাড়ী উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে মজুত করা আলু সরিয়ে আজ সোমবার পাঠদান করেন শিক্ষকেরা। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের খানসামা উপজেলার উত্তর নলবাড়ী উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে মজুত করা আলু সরিয়ে নেওয়া হয়েছে। ১৭ এপ্রিল ‘প্রভাবশালীর আলু শ্রেণিকক্ষে, ব্যাহত পাঠদান’—শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ এই ব্যবস্থা নেয়।

আজ সোমবার সকালে গিয়ে দেখা যায়, ওই দুই শ্রেণিকক্ষ থেকে আলু সরিয়ে ক্লাস করার উপযোগী করা হয়েছে। এতে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হয়। অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছে।

জানা গেছে, ঈদুল ফিতরের ছুটি শেষে বিদ্যালয় খোলার পরও ষষ্ঠ ও অষ্টম শ্রেণির দুটি কক্ষে স্থানীয় এক প্রভাবশালী আলু মজুত করে রাখেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছিল।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহসিন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটির পর ক্লাস শুরু হলে আমরা ওই ব্যক্তিকে আলু সরাতে বলি। কিন্তু তিনি সময়ক্ষেপণ করেন। এ নিয়ে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা বিভাগের নির্দেশনার পর শ্রেণিকক্ষগুলো খালি করে পাঠদানের উপযোগী করা হয়েছে।’

ফরিদ ইসলাম, সৌরভ রায়, তাজকিয়া মিমসহ একাধিক শিক্ষার্থী জানায়, ‘গত কয়েক দিন আমাদের শ্রেণিকক্ষে আলু রাখায় ক্লাসে বসার জায়গা ছিল না। ফলে ক্লাস ব্যাহত হচ্ছিল। আলু সরিয়ে নেওয়ায় এখন ক্লাস করতে পারছি।’

দিনাজপুরের খানসামা উপজেলার উত্তর নলবাড়ী উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে মজুত করা আলু সরিয়ে আজ সোমবার পাঠদান করেন শিক্ষকেরা। ছবি: আজকের পত্রিকা

খানসামার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, শিক্ষার্থীদের ক্লাসের পরিবেশ নষ্ট করে শ্রেণিকক্ষে কোনো ধরনের জিনিসপত্র মজুত করা যাবে না। এ ধরনের ঘটনায় কেউ জড়িত থাকলে তদন্ত করে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার