হোম > সারা দেশ > দিনাজপুর

শিক্ষকেরা সর্বোচ্চ সম্মান পাবেন: নৌ প্রতিমন্ত্রী 

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষকেরা সর্বোচ্চ সম্মান পাবেন। তাঁদের জন্য আলাদা বেতন স্কেল তৈরি করা হবে।’ 

আজ বুধবার দুপুরে দিনাজপুরের বিরলে মঙ্গলপুর সিনিয়র আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমি ভবন উদ্বোধনের সময় এসব কথা বলেন এমপি। 

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে রেল, সড়ক ও আকাশ যোগাযোগ ব্যবস্থার আমল পরিবর্তন হয়েছে। দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া ও রূপসা থেকে পাটুরিয়া সব ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে।’ 

নৌ পরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দেশের মানুষ অনেক ভালো আছে। করোনা মোকাবিলার ক্ষেত্রে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, বাংলাদেশে দুই থেকে তিন কোটি মানুষ বিনা চিকিৎসায় ও না খেয়ে মারা যাবে। কিন্তু বাংলাদেশে কোনো মানুষ বিনা চিকিৎসায় বা না খেয়ে মারা যায়নি। বরং করোনা মোকাবিলায় বিশ্বে পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফছানা কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এসএম শাহীনুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ। 

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু