হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

দবিরুল কেন্দ্রে এসে জানলেন, তাঁর ভোট আগেই হয়ে গেছে

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

বালিয়াডাঙ্গী উপজেলার আট ইউনিয়নে তৃতীয় ধাপে ভোটগ্রহণ চলছে। আজ রবিবার সকালে বড়বাড়ী ইউনিয়নের পশ্চিম গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিতে আসেন দবিরুল ইসলাম। ভোটকেন্দ্রে এসে তিনি জানতে পারলেন তাঁর ভোট আগেই হয়ে গেছে। তাই তিনি ভোট না দিয়েই বাড়িতে ফিরে গেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, দবিরুল ইসলাম উপজেলার বড়বাড়ী ইউনিয়নের গোয়ালকারী গ্রামের তারাব উদ্দীনের ছেলে। বড়বাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভোটার তিনি। 

এ বিষয়ে দবিরুল বলেন, 'সকাল সাড়ে ৯টায় ২১০ সিরিয়ালের টোকেন নম্বর নিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করি। সেখানে টোকেন দেওয়ার সঙ্গে সঙ্গেই বলা হয় ভোট হয়ে গেছে। তখন আমি জানতে চাইলাম, আমার আঙুলে কলমের কালির কোনো দাগ নেই, আমার পিতার নাম ও সব তথ্য ঠিক আছে। আমি ভোট দিইনি, তাহলে কে দিল আমার ভোট? তখন আমাকে বলা হলো, বাড়ি থেকে ভোটার আইডি কার্ডটি নিয়ে আসুন। এই কথা শুনেই ভোটকেন্দ্রের ভেতর থেকে বেরিয়ে যাই।' 

এ বিষয়ে পশ্চিম গোয়ালগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, 'দবিরুল ইসলাম অভিযোগ করেন তিনি ভোট দেননি, অথচ তাঁর ভোট হয়ে গেছে। আমরা তাঁকে জাতীয় পরিচয়পত্র আনার জন্য পাঠিয়েছি। তিনি সেটি নিয়ে এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

উপজেলার আট ইউনিয়নে ৭২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। আট ইউনিয়নে ৩০ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ৬৪ জন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও ২৪০ জন সাধারণ ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার আটটি ইউনিয়নে ১ লাখ ৪৮ হাজার ১০২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৫ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার ৭২ হাজার ২৫৬ জন। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ