হোম > সারা দেশ > রংপুর

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে স্কুলছাত্রী জান্নাতিকে হত্যা, আদালতে স্বীকার করলেন মা-বাবা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রতীকী ছবি

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নবম শ্রেণির ছাত্রী জান্নাতিকে (১৫) হত্যা করেন তার বাবা, মা ও চাচি। হত্যার দায় স্বীকার করে তাঁরা আদালতে জবানবন্দি দিয়েছেন। সোমবার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সদর আমলি) ১৬৪ ধারায় তাঁরা এই জবানবন্দি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ।

রোববার রাতে জান্নাতির বাবা জাহেদুল, মা মোর্শেদা ও বড় চাচি কহিনুরকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার দায় স্বীকার করেন। পরে জাহেদুলের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়।

এর আগে শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে জান্নাতির মরদেহ নিজ বাড়ির পাশের একটি কৃষিজমি থেকে উদ্ধার করে পুলিশ। মাথায় আঘাতের চিহ্ন ছিল তার। ওই ঘটনায় জান্নাতির চাচা খলিল অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন। ঘটনার পর থেকে তিনি পলাতক।

প্রাথমিকভাবে পরিবার দাবি করেছিল, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে তুলে নিয়ে হত্যা করেছে। তবে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ ও পুলিশের তদন্তে বেরিয়ে আসে পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতা।

স্থানীয় বাসিন্দারা জানান, জমি নিয়ে জান্নাতির বাবা জাহেদুল, চাচা খলিল ও অপর ভাই রফিকুলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। রয়েছে একাধিক মামলা ও অভিযোগ। এমনকি আগে খড়ের গাদায় আগুন লাগানো, গবাদিপশু চুরির ঘটনাও ঘটেছে পারিবারিক দ্বন্দ্বের জেরে।

জান্নাতির আরেক চাচা রফিকুল ইসলাম বলেন, ‘নিজের মেয়েকে হত্যা করে ওরা প্রতিপক্ষকে ফাঁসাতে চেয়েছে। আমি নিজেও আগে ওদের হাতে মার খেয়েছি। এই হত্যার পেছনে ওদেরই পরিকল্পনা।’

এলাকাবাসীর দাবি, খুনের ঘটনায় জান্নাতির বড় চাচা খলিলসহ আরও কেউ জড়িত থাকতে পারেন। তাঁদের সম্পৃক্ততা তদন্ত করে দেখতে পুলিশকে অনুরোধ জানিয়েছেন তাঁরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, এই নির্মম হত্যাকাণ্ডে জান্নাতির বাবা, মা ও চাচি জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছেন। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল