হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে জোড়া লাগানো দুই শিশুর জন্ম

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের একটি প্রাইভেট ক্লিনিকে সিজারের মাধ্যমে এক প্রসূতি মা জোড়া লাগানো দুই কন্যা শিশুর জন্ম দিয়েছেন। গতকাল সোমবার রাতে কুড়িগ্রাম শহরের খান ক্লিনিকে সিজারের মাধ্যমে ওই জোড়া লাগানো দুই শিশুর জন্ম হয়। আজ মঙ্গলবার সকালে শিশু দুটিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

শিশু দুটি কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের খামার শিবরাম গ্রামের রানা মিয়ার-নাসরিন বেগম দম্পতির সন্তান। রানা মিয়া পেশায় একটি পরিবহন কাউন্টারের ম্যানেজার। 

ক্লিনিক সূত্রে জানা গেছে, নাসরিন বেগমকে গতকাল সোমবার ক্লিনিকে ভর্তি করানো হয়। রাত ১০টার দিকে সিজারের মাধ্যমে জোড়া লাগানো শিশুর জন্ম হয়। জন্মের পর মা ও শিশু দুটির শারীরিক অবস্থা ভালো ছিল। 

সিভিল সার্জন ডা. মনজুর এ মোর্শেদ এ তথ্য নিশ্চিত করে জানান, ‘বার্থ ডিফেক্টের কারণে এ ধরনের শিশুর জন্ম হয়ে থাকে। জন্ম নেওয়া শিশু দুটির শরীরের শেষ ভাগের পেছন অংশ জোড়া লাগানো। জন্মের সময় তাদের ওজন সাড়ে চার কেজি ছিল। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রংপুরে পাঠানো হয়েছে। তাদের শারীরিক অবস্থা এবং পরবর্তী চিকিৎসা ব্যবস্থা পরীক্ষা নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়।’

এ ব্যাপারে শিশু দুটির বাবা মায়ের বক্তব্য পাওয়া যায়নি। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ