লালমনিরহাট সদর উপজেলায় নিখোঁজের পরদিন তিস্তা নদীতে জেলেদের জালে উঠে এসেছে সুজন মিয়া (১২) নামের এক কিশোর মরদেহ।
আজ সোমবার ভোরে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি পাকার মাথা এলাকায় তিস্তা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত কিশোর ওই গ্রামের ইদু মিয়ার ছেলে। সে বাক্প্রতিবন্ধী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সুজন গতকাল রোববার দুপুরে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হলেও তার কোনো সন্ধান না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং শুরু করে তার পরিবার। এরপরও কোনো সন্ধান না পেয়ে বাড়ির পাশে তিস্তা নদীর একটি গর্তে স্থানীয় জেলেরা আজ জাল ফেলে তার মরদেহ উদ্ধার করেন।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কমরুজ্জামান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।