হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধা-১: আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা ও লাঙ্গলের প্রার্থীকে শোকজ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নৌকা ও লাঙ্গলের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আচরণবিধি লঙ্ঘন করায় তাঁদেরকে এই নোটিশ দেওয়া হয়। 

আজ শনিবার সংশ্লিষ্ট দুই প্রার্থীকে শোকজের লিখিত নোটিশ দেন গাইবান্ধা-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান জেলা সহকারী জজ (ফুলছড়ি) ওবায়দুল হক রুমি। 

নোটিশ পাওয়া প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী এবং আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারী। 

পৃথক নোটিশে বলা হয়েছে, আগামীকাল রোববার সংসদ সদস্য পদপ্রার্থী শামীম হায়দার ও আফরুজা বারীকে সশরীরে সংশ্লিষ্ট কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। 

নোটিশে আরও বলা হয়েছে, আপনারা গাইবান্ধা-১ নম্বর (সুন্দরগঞ্জ) আসনে পদপ্রার্থী হিসেবে গত ৩০ নভেম্বর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। এ সময় আচরণবিধি লঙ্ঘন করে সহস্রাধিক নেতা-কর্মীর মিছিল নিয়ে আসেন এবং শোডাউন করে মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া আপনারা মিছিলের মাধ্যমে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ