হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধা-১: আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা ও লাঙ্গলের প্রার্থীকে শোকজ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নৌকা ও লাঙ্গলের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আচরণবিধি লঙ্ঘন করায় তাঁদেরকে এই নোটিশ দেওয়া হয়। 

আজ শনিবার সংশ্লিষ্ট দুই প্রার্থীকে শোকজের লিখিত নোটিশ দেন গাইবান্ধা-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান জেলা সহকারী জজ (ফুলছড়ি) ওবায়দুল হক রুমি। 

নোটিশ পাওয়া প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী এবং আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারী। 

পৃথক নোটিশে বলা হয়েছে, আগামীকাল রোববার সংসদ সদস্য পদপ্রার্থী শামীম হায়দার ও আফরুজা বারীকে সশরীরে সংশ্লিষ্ট কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। 

নোটিশে আরও বলা হয়েছে, আপনারা গাইবান্ধা-১ নম্বর (সুন্দরগঞ্জ) আসনে পদপ্রার্থী হিসেবে গত ৩০ নভেম্বর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। এ সময় আচরণবিধি লঙ্ঘন করে সহস্রাধিক নেতা-কর্মীর মিছিল নিয়ে আসেন এবং শোডাউন করে মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া আপনারা মিছিলের মাধ্যমে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন