হোম > সারা দেশ > দিনাজপুর

বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যুর দাবি স্বজনদের, সন্দেহ পুলিশের

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্বজনেরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূর নাম মোছা. আফসানা মিমি (২২)। তিনি উপজেলার ৯ নম্বর মাহমুদপুর ইউনিয়নের পূর্ব ফতেপুর গ্রামের আ. রহিমের স্ত্রী এবং এক সন্তানের জননী ছিলেন।

মৃত গৃহবধূর খালা মোছা. মোমেনা বেগম জানান, সকালে গৃহবধূ তাঁর আট মাস বয়সের সন্তানের কাপড় পরিষ্কার করেন। এরপর নিজ বাড়ির আঙিনায় বিদ্যুতের তারে শুকাতে দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রুবেল হোসেন আজকের পত্রিকাকে বলেন, আফসানা মিমি নামে এক গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। গৃহবধূর স্বজনেরা বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর দাবি করেছেন। কিন্তু সাধারণত বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ব্যক্তির শরীরে পোড়া চিহ্ন থাকে, যা ওনার ক্ষেত্রে নেই। তাই বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, গৃহবধূর মৃত্যুর কারণ বিদ্যুতায়িত বললেও তাতে সন্দেহ থাকায় মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা