হোম > সারা দেশ > কুড়িগ্রাম

নিখোঁজের ২ দিন পর ধানখেতে মিলল যুবকের মরদেহ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের দুই দিন পর ধানখেত থেকে শাহিন আলম (৩৫) নামে এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ভূরুঙ্গামারী ইউনিয়নের আঙ্গারিয়া সনাতনপাড়া এলাকার একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত শাহিন ভূরুঙ্গামারী ইউনিয়নের বারাইটারী মাজারপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী ও কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোরশেদুল হাসান। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইফুর রহমান জানান, শাহিন গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। আজ সকালে স্থানীয়রা বারাইটারী এলাকার সনাতনপাড়ার একটি ধানখেতে তাঁর বস্তাবন্দী মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

মৃত যুবকের পরিবারের সদস্যরা বলছেন, শাহিন নিখোঁজ হওয়ার আগে বাড়ি থেকে একটি মোবাইল ফোন হারিয়ে যায়। শুক্রবার ওই মোবাইল ফোনের সন্ধানে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। 

ভূরুঙ্গামারী ও কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোরশেদুল হাসান বলেন, নিহতের মাথা, কাঁধ ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন এক ব্যক্তির মাকে থানায় আনা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ