হোম > সারা দেশ > কুড়িগ্রাম

নিখোঁজের ২ দিন পর ধানখেতে মিলল যুবকের মরদেহ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের দুই দিন পর ধানখেত থেকে শাহিন আলম (৩৫) নামে এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ভূরুঙ্গামারী ইউনিয়নের আঙ্গারিয়া সনাতনপাড়া এলাকার একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত শাহিন ভূরুঙ্গামারী ইউনিয়নের বারাইটারী মাজারপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী ও কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোরশেদুল হাসান। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইফুর রহমান জানান, শাহিন গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। আজ সকালে স্থানীয়রা বারাইটারী এলাকার সনাতনপাড়ার একটি ধানখেতে তাঁর বস্তাবন্দী মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

মৃত যুবকের পরিবারের সদস্যরা বলছেন, শাহিন নিখোঁজ হওয়ার আগে বাড়ি থেকে একটি মোবাইল ফোন হারিয়ে যায়। শুক্রবার ওই মোবাইল ফোনের সন্ধানে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। 

ভূরুঙ্গামারী ও কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোরশেদুল হাসান বলেন, নিহতের মাথা, কাঁধ ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন এক ব্যক্তির মাকে থানায় আনা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ