হোম > সারা দেশ > নীলফামারী

আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনবরণ উদ্‌যাপন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ সোমবার নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পিঠা উৎসব, স্বেচ্ছায় রক্তদান, বাউস্টের মেকাট্রনিকস অ্যান্ড রোবোটিকস এবং ফটোগ্রাফিকস আই ক্লাব ও ক্যাড সোসাইটির কার্যক্রমের ওপর প্রদর্শনী, স্প্রোকিং, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আজ সকালে কেন্দ্রীয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় টি বারে ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আয়োজন। বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন রংপুরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেডের কমান্ডার এবং সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম আজাদ, সাবেক ভিসি ব্রিগেডিয়ার জেনারেল ইমামুল হুদা, সাবেক ভিসি ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, কোষাধ্যক্ষ লে. কর্নেল শামীম রেজা। আমন্ত্রিত অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-আলম সিদ্দিকী, শিল্পপতি সিদ্দিকুল আলম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্রকল্যাণ উপদেষ্টা সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম। পরে অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা প্রীতিভোজে অংশ নেন।

উল্লেখ্য, সৈয়দপুর সেনানিবাসে ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু হয় বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদে ১০টি বিষয়ে ২ হাজার ৭০০ শিক্ষার্থী অধ্যয়নরত।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ