হোম > সারা দেশ > লালমনিরহাট

তিস্তায় নৌকা ডুবে নিখোঁজ ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার, তদন্ত টিম গঠন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী হাজীর মোড় এলাকার তিস্তা নদী থেকে আহেদুলের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল রোববার শফিকুল ইসলাম ও ফজলুল রহমানের মরদেহ উদ্ধার করা হয়। 

গতকাল সকাল ৯টায় উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী গ্রামের তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। 

এদিকে এ ঘটনায় এক সদস্যবিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত টিমের প্রধান হলেন লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক টি এ মমিন। এমনকি তিনি ঘটনাস্থলে এসে তদন্ত করেও গেছেন। তবে তদন্তের বিষয়ে কোনো কিছু জানা সম্ভব হয়নি। 

মৃত শ্রমিকেরা হলেন উপজেলার সিংগীমারী গ্রামের মৃত খাদু শেখের ছেলে সফিকুল ইসলাম (৫০), একই গ্রামের মৃত দমেজ আলীর ছেলে ফজলুর রহমান (৫৫) এবং মৃত ঝোলাই শেখের ছেলে আহেদুল ইসলাম (৪০)। 

নৌকা ডুবি থেকে বেঁচে ফেরা খায়রুল ইসলাম বলেন, গতকাল সকালে প্রায় ১৫-২০ জন দিনমজুর নৌকায় করে নদীর ওপারে যাচ্ছিলেন কাজের জন্য। পথে হঠাৎ মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে ভিড়লেও সফিকুল, আহেদুল ও ফজলুর রহমান পানিতে ডুবে নিখোঁজ হন। পরে ডুবুরি দল শফিকুল ইসলাম ও ফজলুর রহমানে মরদেহ উদ্ধার করে। অবশেষে আজ দুপুরে তিস্তার তীরে আহেদুলের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। 

হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) মূসা মিয়া বলেন, ডুবরিদলকে খবর দেওয়া হলে তারা গতকাল ও আজ মরদেহ তিনটি উদ্ধার করে।

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু