হোম > সারা দেশ > কুড়িগ্রাম

বর্ডারহাট চালুর দাবিতে কুড়িগ্রামে গণকমিটির মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি 

রাজীবপুর উপজেলা পরিষদের সামনে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের চর রাজীবপুরে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে পরিচালিত বর্ডার হাট আবার চালুর দাবিতে মানবন্ধন করেছে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজীবপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন হয়।

রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির রাজীবপুর উপজেলা আহ্বায়ক রবিউল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন সদস্যসচিব শিপন মাহমুদ, উপজেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক আবু সাইদ, সদস্যসচিব সুমন মাহমুদ, ভূমিহীন সমিতির সভাপতি আব্দুর রশিদ, ফরিদ উদ্দিন ডিলার, সাংবাদিক মাইদুল ইসলাম, লিটন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, গত ৭ আগস্ট অজানা কারণে উপজেলার বালিয়ামারী সীমান্তে এ বর্ডার হাটের কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই থেকে একটি মহলবিশেষ সুবিধা নেওয়ার স্বার্থে প্রশাসনের সঙ্গে আঁতাত করে, ভুল তথ্য দিয়ে হাটের কার্যক্রম বন্ধ রাখার পাঁয়তারা করে আসছে। এতে হাটকেন্দ্রিক বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। বক্তারা এ সময় স্থানীয় মানুষের স্বার্থে অনতিবিলম্বে হাটের কার্যক্রম চালু করার দাবি জানান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার