হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে ধরলা নদীতে মিলল যুবকের লাশ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রতীকী ছবি

কুড়িগ্রামে ধরলা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের (৩২) লাশ পাওয়া গেছে। নৌ পুলিশ আজ সোমবার দুপুরে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংটুরঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে।

চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বাংটুরঘাটের কাছে ধরলা নদীতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে নৌ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এটি উজান থেকে ভেসে এসেছে।

খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত শাখার (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আইসি ইমতিয়াজ বলেন, ‘ঈদের দিন সবকিছু বন্ধ থাকায় লাশ উদ্ধারে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। লাশের পরিচয় ও কোথায় থেকে এটি এসেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। সিআইডি নমুনা সংগ্রহ করেছে। দু-এক দিনের মধ্যে পরিচয় জানা যেতে পারে। এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত করা হবে।’

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু