দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মাহমুদুল হাসান। রোববার (২৫ জুলাই) তিনি ঘোড়াঘাট উপজেলায় যোগদান করেন। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম।
মাহমুদুল হাসানের বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি ৩৬ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগদান করেন। এর আগে তিনি শেরপুর জেলা প্রশাসনে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, আমার দপ্তরের অন্যতম কাজ হলো নামজারি। আমি আশা করি এই উপজেলার জনগণকে আমি কাঙ্ক্ষিত সকল সেবা নিরবচ্ছিন্নভাবে দিতে পারব এবং তারাও আমাকে সার্বিক ভাবে সহযোগিতা করবে।