হোম > সারা দেশ > রংপুর

প্রশাসনও সরকারি দলের পক্ষে কাজ করছে: জি এম কাদের

রংপুর প্রতিনিধি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘সরকার কাজ করছে সরকারি দলের পক্ষে। প্রশাসনও সরকারি দলের পক্ষে কাজ করছে। এই কথার প্রমাণ নির্বাচন কমিশন যখন বলল, নির্বাচন সুষ্ঠু করতে সরকারের সদিচ্ছার প্রয়োজন। সরকারের ইচ্ছা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।’ 
আজ রোববার সন্ধ্যায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডের জাপার কার্যালয়ে এক প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। 
 
জি এম কাদের বলেন, ‘আমাদের প্রার্থীরা ভোটারদের কাছে গেলে, ভোটাররা নাকি তাঁদের বলেন, ভাই ভোট তো চাচ্ছেন, ভোট দিতে কি পারব? তখন প্রার্থীরা আমাদের বলেন, স্যার একটু সরকারি কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তাদের বলে দেন। আর সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করেন, যাতে নির্বাচন সুষ্ঠু হয়।’ 
 
কাদের বলেন, ‘প্রার্থীরা নির্বাচন কমিশনের কথা বলে না, সরকারের কথা বলে, সরকারি কর্মকর্তার কথা বলে। কারণ, প্রার্থীরাও জানে নির্বাচন কমিশনকে বলে কোনো কাজ হবে না। কারণ, ক্ষমতা সরকারের হাতে, সরকারি কর্মচারীর হাতে।’ 
 
গাজীপুর সিটি নির্বাচন নিয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘সরকার কোনো কোনো সময় নিজ ইচ্ছায় হারতে চায়। মানুষকে বুঝ দেওয়ার জন্য, বোকা বানানোর জন্য, যেমন গাজীপুরে করেছে। এর আগে এমনটি কুমিল্লাতেও করেছিল। লাস্ট তিন-চারটে ভোট আটকে দিয়ে ডিকলার (ঘোষণা) দিয়েছিল। 
 
‘এবার অনেকে একই কৌশল নেবে ভাবছিল। কিন্তু এবার সরকার দেখেছে, বারবার এক পলিসি দিয়ে লাভ নাই। তাই সুষ্ঠু ভোট দেখিয়েছে। এখন বলছে, দেখেন না সব ভালো করে করেছি না। উনারা করতে পারবে ভালো করে। কারণ, নির্বাচন উনার হাতেই আছে।’ 
 
জি এম কাদের আরও বলেন, ‘এখন একদল এবং তার নেতা। শুধু নির্বাচন নয়; রাষ্ট্রের সব স্তম্ভ, রাষ্ট্রের সব প্রতিষ্ঠান এখন এক কেন্দ্রিক। একজন ব্যক্তির হাতে, একটি দলের হাতে চলে গেছে। এইটাই ছিল বাকশাল করার উদ্দেশ্য।’ 
 
এ সময় রংপুর সিটি মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, রংপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ