হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার দিনাজপুরে গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি

শাহ সারওয়ার কবির। ছবি: সংগৃহীত

গাইবান্ধা সদর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবিরকে দিনাজপুর থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে দিনাজপুর কোতোয়ালি থানা-পুলিশ পৌর শহরের ঈদগাহবস্তি এলাকায় দিবা গার্ডেন নামের একটি বাসা থেকে তাঁকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন।

শাহ সারওয়ার কবির গাইবান্ধা সদর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত ছিলেন। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ মার্চ থেকে তিনি দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় তাঁর আপন ভগ্নিপতি আলতাফ হোসেনের বাড়িতে আত্মগোপনে ছিলেন। আলতাফ হোসেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক উপবিদ্যালয় পরিদর্শক ছিলেন। রাত সোয়া ৯টায় সেই বাসা থেকে তাঁকে উদ্ধার করে কোতোয়ালি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, ‘শাহ্ সারোয়ার কবির মার্চ মাস থেকে শহরের এই বাসায় আত্মগোপনে ছিলেন। তিনি গাইবান্ধায় দুটি মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করি।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ